দিনাজপুরে জবি শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ১২

Looks like you've blocked notifications!
আহত জবি শিক্ষার্থীদের ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি 

দিনাজপুরের নবাবগঞ্জের বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীর কর্মচারীদের হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার (১২ মার্চ) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকসহ ৮১ জন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আসেন। সেখান থেকে ফেরার পথে বিকেল ৩টায় তারা বিনোদনকেন্দ্র ‘স্বপ্নপুরী’তে যান। সন্ধ্যা ৬টার দিকে এক ছাত্রীকে ইভ টিজিং করার কারণে স্বপ্নপুরীর কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বপ্নপুরী বিনোদনকেন্দ্রের কর্মচারীরা লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে ১২ জন শিক্ষার্থী আহত হন। আহতদের ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্বপ্নপুরীর স্বত্বাধিকারী ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ দেলোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমার কর্মচারীরা দোষী হলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মেদ বলেন, ‘এ ঘটনায় স্বপ্নপুরীর সাত কর্মচারীকে আটক করা হয়েছে।’