দিনাজপুরে দুর্ঘটনায় মা-মেয়ের পর মারা গেল শিশুটিও

Looks like you've blocked notifications!
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ। ছবি : এনটিভি

মা-মেয়ের পর এবার মারা গেল শিশুটিও। আর, হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাবা। অথচ আর কয়েক দিন পর ঈদের আনন্দে মেতে ওঠার কথা ছিল তাঁদের। সেজন্যই মোটরসাইকেলে করে বাড়ির পথে পরিবার-পরিজন নিয়ে ছুটেছিলেন বাবা হুসেন আলী। কিন্তু, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে পৌঁছাতেই ঘটল দুর্ঘটনা। লরির চাপায় ঘটনাস্থলেই প্রাণ গেল মা-মেয়ের। গুরুতর আহত ছিলেন বাবা ও তার শিশুপুত্র। এরপর দুপুরে মারা যায় শিশুটি।

আজ বুধবার ভোরে ঘটে এ দুর্ঘটনা। নিহত মেয়ের নাম ফাহিমা এবং তাঁর মায়ের নাম বিউটি খাতুন। আহতেরা হলো—ফাহিমার বাবা হুসেন আলী এবং তার ভাই সানাউল্লাহ।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান আসাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসাদুজ্জামান জানান, ঈদ করতে বাড়ি যাওয়ার পথে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে পৌঁছালে একটি লরি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে একই পরিবারের মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়। আহত হয় মোটরসাইকেলের চালক বাবা এবং তাঁর শিশুসন্তান নাসরুল। হাসপাতালে তাদের চিকিৎসা চলছিল। এর মধ্যে শিশুটিও মারা গেছে।

নিহতদের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান।