দিনাজপুরে ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু, শনাক্তের হার ৩৫ শতাংশ

Looks like you've blocked notifications!
দিনাজপুরে লকডাউনে পালনে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছবি : এনটিভি

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫২০ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ১৮৩ জন। শনাক্তের হার ৩৫ দশমিক ১৯ শতাংশ।

এদিকে, আজ মঙ্গলবার অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে লকডাউন।

কঠোর বিধিনিষেধে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সকাল থেকে রাত পর্যন্ত মাঠে কাজ করছেন।

লকডাউনে বন্ধ রয়েছে জেলার সব মার্কেট, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে যারা অপ্রয়োজনে বাইরে বের হচ্ছে ও অযথা ঘোরাফেরা করছে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

কিছু জায়গায় গিয়ে দেখা গেছে, মানুষজন বাসা থেকে বের হয়ে রাস্তায় অকারণে ঘোরাফেরা করছে। তারা সামাজিক ও শারীরিক দূরত্ব মানছে না।