দিনাজপুর হাসপাতাল থেকে নবজাতক চুরি

Looks like you've blocked notifications!
দিনাজপুর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে সন্তান চুরির পর অসহায় মায়ের কান্না। ছবি : এনটিভি

দিনাজপুর সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার ছয় ঘণ্টার ব্যবধানে চুরি হওয়ার ঘটনা ঘটে। আজ সোমবার সকাল ৯টার দিকে এ শিশু চুরির ঘটনা ঘটে।

দিনাজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সোহেল রানা জানান, গত রোববার চিরির বন্দর উপজেলার আব্দুল লতিফের স্ত্রী জায়েদা বেগম অন্তঃসত্ত্বা হয়ে গাইনি ওয়ার্ডে ভর্তি হয়। আজ সোমবার সকাল পৌনে ৯টায় জায়েদা বেগম কন্যা সন্তান জন্ম দেন। এরই ছয় ঘণ্টা পর বড় বোন হাজেরা বেগমসহ প্রসূতি মা জায়েদা বেগম ওয়াশরুমে যাওয়ার সময় পাশের বিছানার এক নারীর কাছে নবজাতককে রেখে যান। ওয়াশরুম থেকে ফিরে তারা দুজন দেখতে পান ওই নারীসহ সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানটি নেই। অনেক খোঁজাখুঁজির পরও নবজাতককে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় জানায়। পুলিশ এসে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। এ বিষয়ে দুইজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এ বিষয়ে গাইনি বিভাগের সিনিয়র কনসালটেন্ট আশুতোষ শর্মাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশের এসআই শামীম হক বলেন, ‘ঘটনার তদন্ত শুরু করেছি। সিসি টিভি পর্যবেক্ষণ করছি। আসা করছি নবজাতক উদ্ধার ও চোর ধরা পড়বে।’

আরএমও সোহেল রানা বলেন, ‘শিশু উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে এবং তদন্ত শুরু হয়েছে।’