দিন-দুপুরে ছুরিকাঘাত ও ককটেল ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাই

Looks like you've blocked notifications!
যশোরে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের পর বোমা ফাটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি : এনটিভি

যশোরে ছুরিকাঘাত করে ও বোমা ফাটিয়ে এনামুল হক নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের ইউসিবিএল ব্যাংকের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছুরিকাঘাত ও বোমার স্প্লিন্টারে দুজন আহত হন।

আহতরা হলেন শহরের অগ্রণী মোটর্সের মালিক ব্যবসায়ী এনামুল হক ও তাঁর সহযোগী মো. ইমন।

ছিনতাইয়ের ঘটনায় আহত মো. ইমন জানান, এনামুল হক ও তিনি মোটরসাইকেলে করে টাকা জমা দিতে ইউসিবিএল ব্যাংকে যান। ব্যাংকের সামনে নামতেই দুই ছিনতাইকারী এনামুল হককে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেন। এরপর বোমা ফাটিয়ে ত্রাস সৃষ্টি করে পালিয়ে যান। পরে স্থানীয় দোকানদাররা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ওই ব্যাগে প্রায় ১৭ লাখ টাকা ছিল বলে জানান আহত মো. ইমন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা গুরুতর আহত এনামুলকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।