দীঘিনালায় ৯৬৩ সেনাসদস্যের শপথ অনুষ্ঠিত
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর ৯৬৩ জন নবীন সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
রিক্রুট ব্যাচ ২০২১ এর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল সাকিল আহমেদ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল সাকিল আহমেদ সেনাবাহিনীর নবীন সদস্যদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা অক্ষুন্ন রাখার পবিত্র দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
এ সময় তিনি দেশমাতৃকার যেকোনো সংকটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতায় প্রস্তুত থাকারও আহ্বান জানান।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী রেজা, ২৪ পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার কর্নেল হায়দার, ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল এহসানুল হক ভুইয়া, বিভিন্ন রিজিয়নের রিজিয়ন কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিক্রুট ব্যাচে ২০২১ এ পদাতিক কোরের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৩১৩ জন ও বাংলাদেশ ইনফ্যান্টি রেজিমেন্টের ৬৫০ জনসহ মোট ৯৬৩ জন সদস্য ৪০ সপ্তাহের মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণে বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা রিক্রুটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।