দীর্ঘদিন পর শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে স্পিডবোট

Looks like you've blocked notifications!
শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে আজ বৃহস্পতিবার স্পিডবোট চলাচল শুরু হচ্ছে। ছবি : এনটিভি

দীর্ঘদিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে সচল হচ্ছে স্পিডবোট। ব্যস্ত সময়ে এই নৌপথে ৩০০ থেকে ৪০০ স্পিডবোট চলাচল করতো। কিন্তু গত ৩ মে মাসে শিবচর ঘাটের অদূরে থেমে থাকা বলগেটের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এর পর থেকেই এই নৌপথে স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের উপপরিচালক শাহাদাত হোসেন জানান, কয়েক সপ্তাহ আগেই শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌপথে স্পিডবোট চলাচলের জন্য দেড় শতাধিক রেজিস্ট্রেশন সনদ, সার্ভে সনদ দেওয়া হয়েছে। এ ছাড়া ২৯টি স্পিডবোটের জন্য রোড পারমিট সনদ দেওয়া হয়েছে। রোড পারমিট পাওয়া এই ২৯টি স্পিডবোট আজ দুপুর থেকে চলাচল শুরু করবে।

এ ছাড়া শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ৪৭ দিন বন্ধ থাকার পর চারটি ফেরি দিয়ে স্বল্প পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে। এই নৌপথে ফেরিতে করে মাইক্রোবাস, প্রাইভেটকার ও অ্যাম্বুলেন্স পারাপার হতে পারবে।