দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা

Looks like you've blocked notifications!
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির পালিয়ে দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। ছবি : সংগৃহীত

পুলিশের চোখে স্প্রে দিয়ে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার বিকেলে মামলাটি করা হয়েছে। তবে আসামি সেই ২০ জনের নাম জানতে পারেনি পুলিশ। 

আজ রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান।

এর আগে, বিকেলে রাজধানীর কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, মামলার এজাহার লিখছি। বিষয়টি নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। আশা করছি, আসামি দ্রুতই ধরতে পারব।

এদিন দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। ছিনিয়ে নেওয়া দুই আসামি মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। 

শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে। তাদের ধরতে রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।