দুদিনের সফর শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ত্যাগ

Looks like you've blocked notifications!
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদকে বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি : সংগৃহীত

দুদিনের সফর শেষে ঢাকা ছেড়ে গেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এর আগে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ গতকাল মঙ্গলবার দুদিনের সফরে ঢাকায় পৌঁছান। প্রিন্স ফয়সাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

বিমানবন্দরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের  রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দাহিলান ও  পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সফরকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আজ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। পরে ড. মোমেন রাজধানীর একটি হোটেলে সৌদি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। একই স্থানে দুদেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।