দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে : প্রতিমন্ত্রী ফারুক

Looks like you've blocked notifications!

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে দুর্নীতি দূর হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী হাওর এলাকায় ফসল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বদ্ধপরিকর।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাওরে কৃষকের ফসল রক্ষার পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। বিভিন্ন এলাকা থেকে নদী ও ছোট বড় খাল খননের চাহিদা অনেক। চাহিদা ও বাস্তবতা অনুযায়ী পানিসম্পদ মন্ত্রণালয় কাজ করে থাকে। মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সরকার কাজ করে যাচ্ছে।’

শুক্রবার রাত সাড়ে ৮টায় নেত্রকোনা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে গিয়ে এ সব কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় আরো বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

এর আগে পানিসম্পদ প্রতিমন্ত্রী জেলার বারহাট্টা উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন। পরে প্রতিমন্ত্রী নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার হাওরে ডুবন্ত বাঁধ রক্ষা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

নেত্রকোনা সার্কিট হাউজে শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি : এনটিভি