দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন। ছবি : এনটিভি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুদ্ধি অভিযান চালাচ্ছেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। দুর্নীতিবাজরা যে দলেরই হোক, তিনি কাউকে ছাড় দিচ্ছেন না।’

আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিন কোটি টাকা ব্যয়ে নতুন চারতলার এ ভবন নির্মাণ করা হচ্ছে।

জাহিদ মালেক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় আর কেউ না খেয়ে থাকে না। শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। এ কারণে বাজেটের একটা বড় অংশ শিক্ষাখাতে ব্যয়ের জন্য রাখা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নৌকায় ভোট দিলেই দেশে উন্নয়ন হয়। বর্তমান সরকারের আমলে দেশে প্রচুর উন্নয়ন কাজ হয়েছে, আরো হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি খাতেই উন্নয়নের হাওয়া বইছে।’

উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. রমজান আলী, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভাণ্ডারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ৭০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার জাগীর দিঘুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৩ লাখ টাকা ব্যয়ে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আটিগ্রাম-ফাঁড়ির চর পাকা সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।