দুর্যোগে জনপ্রতিনিধিরাই এগিয়ে আসেন : মেয়র আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলায় জনপ্রতিনিধিরাই এগিয়ে আসেন।’
আজ বুধবার দুপুরে ওএমএসের কার্ড বিতরণ অনুষ্ঠানের আগে করোনাভাইরাস বিষয়ে বলতে গিয়ে নগর ভবনে মেয়র এসব কথা বলেন।
মেয়র আইভী আরো বলেন, ‘ঘনবসতিপূর্ণ নারায়ণগঞ্জে এমন কোনো জেলা নেই যে জেলার মানুষ নাই। আমরা প্রত্যেকের প্রাপ্য সম্মান দেওয়ার চেষ্টা করি।’
করোনা চিকিৎসার বিষয়ে ডা. আইভী বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে।’
প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ৫০ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান মেয়র আইভী।