দেওয়ানগঞ্জের সেই মেয়র নিয়মিত মাদক সেবন করতেন : র্যাব
শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করা জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ নিয়মিত মাদক সেবন করতেন বলে দাবি করেছে র্যাব। শাহনেওয়াজকে রাজধানীর উত্তরার একটি হোটেল থেকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করে র্যাব।
আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরায় ওই হোটেলটির নিচে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়মিত মাদক সেবনের তথ্য স্বীকার করেছেন সাবেক মেয়র শাহনেওয়াজ।’
র্যাবের পাঠানো তথ্য অনুযায়ী, শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তারের সময় হোটেলের যে কক্ষে শাহনেওয়াজ অবস্থান করছিলেন, সেখান থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ বেশ কিছু টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ইয়াবা সেবনের সরঞ্জাম।
গত ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অপর্ণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহর নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
খন্দকার আল মঈন বলেন, ‘লাঞ্ছিতের ঘটনায় একটি মামলা করা হয়। তারপর থেকে র্যাবের গোয়েন্দা শাখা নজরদারি বৃদ্ধি করে এবং আজ শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেপ্তার করা হয়েছে।’
গ্রেপ্তার শাহনেওয়াজকে র্যাব জামালপুরে পাঠাবে। র্যাবের দাবি, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার শাহনেওয়াজকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।
এর আগে শাহনেওয়াজ শাহানশাহকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।