দেশবিরোধিরা বিদেশে বসে মিথ্যা প্রচার ও ষড়যন্ত্র করছে : প্রতিমন্ত্রী ইন্দিরা

Looks like you've blocked notifications!
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা গত মঙ্গলবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন। ছবি : মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘৭ মার্চের ভাষণে জাতির পিতা বাঙালিদের প্রতি স্বাধীনতা নির্দেশ দিয়েছিলেন। তিনি বাঙালি জাতিকে যুদ্ধের প্রস্তুতি ও ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার প্রস্তুতি নিতে বলেছিলেন। বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা।’

প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ‘স্বাধীনতা ও দেশবিরোধিরা বিদেশে বসে মিথ্যা প্রচার, ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়ে আগামী নির্বাচনে বঙ্গবন্ধুকন্যাকে ক্ষমতায় আনতে প্রবাসীদের ভূমিকা রাখতে হবে।’

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা নিউইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ  দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র  আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, স্টেট ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সভা সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন।