দেশের প্রকৃতির মতো ব্যবসায়ীরাও অস্থির : খাদ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
সচিবালয়ে মঙ্গলবার গণমাধ্যমকেন্দ্রে বিএসআরএফ’র সংলাপে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি : এনটিভি

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশের প্রকৃতি যেমন অস্থির, ব্যবসায়ীরাও তেমন অস্থির। চালের কোনো সংকট নেই। গুদামগুলোতে পর্যাপ্ত চাল মজুদ আছে। তারপরেও অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়িয়ে দিচ্ছে। ব্যবসায়ীদের সামাল দিয়ে চালসহ খাদ্যসামগ্রীর দাম ভোক্তাদের নাগালে রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।’

খাদ্যমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে আয়োজিত এক সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোটার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে। সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের পরিচালনায় অনুষ্ঠিত এ সংলাপে খাদ্যমন্ত্রী দেশের খাদ্যের মজুদ, অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের  দাম নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রশ্নের জবাব দেন খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা কারসাজি করে সাত থেকে আট টাকা পর্যন্ত চালের দাম বাড়িয়ে দিচ্ছে। এটা নিয়ন্ত্রণের জন্য আমরা খোলাবাজারে চাল বিক্রি বাড়িয়ে দিয়েছি। আগামী ১ অক্টোবর থেকে আটাও খোলা বাজারে (ওএমএস) বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি এতে চালসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসবে।’