দেশের বাজারে করোনার মুখে খাওয়ার ওষুধ

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি : এনটিভি

আমেরিকার তৈরি নিরমাট্রেলভির ও রেটিনোভির নামে করোনায় আক্রান্ত রোগীদের মুখে খাওয়ার দুটি ওষুধ আজ বৃহস্পতিবার দেশে বাজারজাত শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস।

আজ সন্ধ্যায় মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়ে বলেন, এর কার্যকারিতা ৮৮ ভাগ।

মন্ত্রী বলেন, ওষুধ ভ্যাকসিনের বিকল্প নয়। ভ্যাকসিন নেবেন সুস্থরা, আর ওষুধ সেবন করবে আক্রান্তরা। এক ডোজ ওষুধের দাম হবে তিন হাজার টাকা। মোট পাঁচ দিন খেতে হবে। মোট ৩০টি ট্যাবলেটের দাম হবে ১৬ হাজার টাকা।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামী মাস থেকে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিন কাযর্ক্রম শুরু হবে। ২৮ হাজার বুথে চার কোটি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন তারা।