দেশের ৬ বিভাগে আঘাত হানতে পারে কালবৈশাখী

Looks like you've blocked notifications!
রাজধানীর মেঘে ঢাকা আকাশে আজ শনিবার বিকেলে বিজলী। ছবি : এনটিভি

দেশের ছয়টি বিভাগে আঘাত হানতে পারে কালবৈশাখী। এসময় এর বেগ থাকতে পারে  সর্বোচ্চ ৭০ কিলোমিটার। ইতোমধ্যে রাজধানী ঢাকার আকাশ ছেয়ে গেছে মেঘে। বিকেলেই চারপাশ হয়ে পড়েছে অন্ধকার। আবহাওয়া অধিদপ্তর বলছে, ইতোমধ্যে কয়েকটি স্থানে শুরু হয়েছে এই ঝড়। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে আবহাওয়াবিদ বজলুর রশিদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল থেকে দেশের ছয়টি বিভাগে কালবৈশাখী আঘাত হানবে। সেগুলো হলো—ঢাকা, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগ।’ রংপুর ও চট্টগ্রাম বিভাগে এই ঝড়ের শঙ্কা নেই বলে জানান তিনি।

আবহাওয়ার অধিদপ্তরের খবরে বলা হয়, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

আগামী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।