দেশে আইনের শাসন না থাকায় অপশাসন চলছে : আমীর খসরু

রাষ্ট্রীয় সংস্থা ব্যবহার করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার যে তথ্য কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রচার করেছে, তার কোনো পাল্টা উত্তর সরকার দিতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আজ শুক্রবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ অভিযোগ করেন। এ সময় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতারা উপস্থিত ছিলেন।
দেশে আইনের শাসন না থাকায় অপশাসন চলছে দাবি করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীকে ছয় বছর ধরে আটক করে রাখা হয়েছে। আটকের ছয় মাসের পর থেকে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ আট বছর আগের শাহবাগের একটি ঘটনার মামলায় আসলাম চৌধুরীকে রিমান্ডে নিয়েছে বলে জানান আমীর খসরু।
এ ছাড়া আল জাজিরার প্রতিবেদন নিয়ে সরকারের কাছে কোনো উত্তর না থাকায় বিএনপি-জামায়াতকে দায়ী করা তাদের পুরোনো স্বভাব বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।