দেশে আজ এক কোটি টিকা দিতে চায় সরকার

Looks like you've blocked notifications!
করোনার টিকাদানের ফাইল ছবি

নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ শনিবার ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটি টিকাদানের লক্ষ্য রয়েছে সরকারের। এর মধ্য দিয়ে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি শেষ করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য জানিয়েছিলেন।

ডা. খুরশীদ আলম এক ভিডিও বার্তায় বলেছিলেন, ‘সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং যারা মারা গেছেন, তাঁদের বেশির ভাগই টিকা নেননি। আমরা দেখেছি, যাঁরা টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে মৃত্যুর হার কম। এ অবস্থায় আমরা আহ্বান করছি, দ্রুততম সময়ে সবাই টিকা নিন।’

খুরশীদ আলম আরও বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি (শনিবার) সারা দেশে এক দিনে ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটি প্রথম ডোজ করোনার টিকা দেওয়া সম্পন্ন হবে। সেখানে আমরা সবাইকে আহ্বান জানাই, যারা এখনও টিকা নেননি, তাঁরা এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে টিকা নিন।’

খুরশীদ আলম বলেছিলেন, ‘২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী একটি ক্যাম্পেইন করতে যাচ্ছি, সেখানে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সর্বোচ্চ সংখ্যক টিকা দেওয়ার। সে ক্ষেত্রে যাঁরা এখনও টিকা নেননি, আমরা তাঁদের সবাইকে আহ্বান জানাই এ ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিন। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ টিকা দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। এর পরে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। কাজেই আর বিলম্ব না করে করোনার টিকা নিন। নিজে সুস্থ থাকুন, দেশকে  সুরক্ষিত রাখুন।’