দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৩০ জন
দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে এই পর্যন্ত ৩০ জন আক্রান্ত হয়েছে। এরমধ্যে নতুন করে আরও নয়জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আজ সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে।
তথ্য অনুসারে, শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। গত ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এদিকে, গত ৯ ডিসেম্বর দেশে প্রথম দুজনের ওমিক্রন শনাক্ত হয়। সে থেকে আজ ১০ জানুয়ারি পর্যন্ত ৩০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৩০ জনের মধ্যে নারী ২০ জন এবং পুরুষ ১০ জন।