দেশে করোনায় মৃত্যু আরও একজন, শনাক্ত ২২৬

Looks like you've blocked notifications!
হাসপাতালে করোনা পরীক্ষা। ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জন শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছে একজন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ রোববার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৩ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭১১ জন পুরুষ এবং ১০ হাজার ৬০২ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ আট হাজার ৮৭০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৪৭৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮০টি ল্যাবরেটরিতে পাঁচ হাজার ২৫২টি নমুনা সংগ্রহ এবং পাঁচ হাজার ২২৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে চার দশমিক ৩২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।