‘দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই বিএনপির ঘরে’
দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই বিএনপির ঘরে। তাদের দলেই গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবে?
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে গণতন্ত্র আছে, গণতন্ত্র নেই বিএনপির ঘরে। তাদের দলেই গণতন্ত্র নেই। তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবে?’
আজ বুধবার কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দলে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা তারা করে না। আমার এক বছর আগে বিএনপির কনফারেন্স হয়েছে। আজ পর্যন্ত ওয়ার্কিং কমিটির কোনো মিটিং তারা করতে পারেনি। ৫০১ জনের জাম্বুজেট মার্কা একটি কমিটি করেছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের সম্মেলন হয়ে গেছে। বিএনপি একটা কনফারেন্সও করতে পারেনি। আর যখনই তা বলা হয়, তখন জবাব দেয় যে তাদের বাধা দেওয়া হয়েছে। কোথায় বাধা দেয়? সব জায়গায় মিছিল মিটিং সমা্বেশ তারা করছে। এখন তারা ব্যর্থ হয়েছে আন্দোলনে, নির্বাচনে। এতে সরকারের তো কোনো দেশ নেই। জনগণ তাদের ডাকে সাড়া দেয় না, এতে সরকারের তো কোনো দোষ নেই।’
নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) সুষ্ঠু নির্বাচন হয়। অতীতে যেখানে ইভিএমে ভোট হয়েছে সেখানে বিরোধীদল জিতেছে; বিএনপিই জিতেছে। ইভিএমে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের নিশ্চয়তা রয়েছে। এ নিয়ে দ্বিধা সংকোচের দরকার নেই। আসুন নির্বাচনে অংশগ্রহণ করুন। একটা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে স্বাধীন ভূমিকা পালনের সহযোগিতা সরকার থেকে দেওয়া হবে। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।’
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।