দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল সিনোভ্যাকের কোভিড টিকা

Looks like you've blocked notifications!

চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের তৈরি করোনাভাইরাসের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গত বৃহস্পতিবার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়। টিকাটির স্থানীয় এজেন্ট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান আজ রোববার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সিনোভ্যাকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর আগেও ২২টি দেশে এই টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। ১৮ বছরের বেশি বয়স্করা সিনোভ্যাকের টিকার দুই ডোজ নিতে হবে। দুই থেকে চার সপ্তাহ ব্যবধানে এই দুই ডোজ টিকা নিতে হবে। টিকাটি সংরক্ষণ করতে হবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

মাহবুবুর রহমান বলেন, ‘এই অনুমোদনের ফলে টিকাটির আমদানি ও ব্যবহারে আর কোনো বাধা থাকল না। পঞ্চম টিকা হিসেবে দেশে ব্যবহারের অনুমোদন পেল এটি।’

এর আগে অ্যাস্ট্রাজেনেকা, স্পুতনিক, সিনোফার্মা ও ফাইজারের টিকা অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।