দেশে দুর্নীতি ও নারী নির্যাতনের মহামারি চলছে : নজরুল

Looks like you've blocked notifications!
আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধনে অংশ নেন নজরুল ইসলাম খান। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'করোনাভাইরাসের সংক্রমণের মতোই দেশে  দুর্নীতি-নারী নির্যাতনেরও মহামারি চলছে। বাংলাদেশে এখন শুধু একটা মহামারি চলছে না। শুধু কোভিড মহামারি না, বাংলাদেশে দুর্নীতির মহামারি চলছে, বাংলাদেশ নারী নির্যাতনের মহামারি চলছে। এই মহামারি থেকে আমাদের রক্ষা পেতে হবে, জনগণকে রক্ষা করতে হবে।'

আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক মানববন্ধনে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। 

বিএনপি নেতা বলেন, ‘পেঁয়াজের দাম ১০০ টাকার কাছাকাছি। কোনো শাক-সবজি ৮০ থেকে ১০০ টাকার কমে পাওয়া যায় না। আমি গতকাল এক বাজারে মলা মাছের দাম করেছি, বাতাসি মাছের দাম করেছি, কেজিপ্রতি প্রায় ৭০০ টাকা চাওয়া হয়েছে। তাহলে সাধারণ গরিব মানুষ কী খাবে? এমনকি যারা চাকরি-বাকরি করে, হালাল উপার্জন দিয়ে চলে, তাঁরা কী করে চলবে? ছেলেমেয়েদের মুখে খাবার দেবে কী করে? তাদের লেখাপড়ার খরচ চালাবেন কী দিয়ে? তাদের চিকিৎসা করাবে কী দিয়ে? ভাবুন একবার।’ তিনি আরো বলেন, 'পারিবারিক পর্যায়ের ব্যক্তির আয় যেটা ২০১০ সালে ছিল, যা তার চেয়ে প্রায় শতকরা সাত ভাগ কমে গেছে। অনানুষ্ঠানিক খাতে যারা কাজ করেন, তাদের আয় ২০১০ সালের তুলনায় কমেছে শতকরা ১২ ভাগেরও বেশি। এক হাজার টাকা যে বেতন পেতেন তাঁর বেতন ১২০ টাকা কমে গেছে। যখন উপার্জন কমে যাচ্ছে, তখন যদি জিনিসের দাম বাড়ে তখন তো কষ্ট তো বেশি হয়। এই সাধারণ সোজা কথাটা সরকারকে বুঝতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরো বলেন, ‘বাংলাদেশে সবচেয়ে ধনী পাঁচ ভাগ মানুষ তাদের আয় বেড়েছে শতকরা ৫৭ ভাগ। আর যারা সবচেয়ে গরিব তাদের শতকরা পাঁচ ভাগ আয় কমে হয়েছে ৫৯ ভাগ। এটা আমাদের কথা না, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ। ২০১০ সালে আমাদের দেশের সবচেয়ে যারা গরিব ছিল, তাদের আয় ছিল এক হাজার ৭৯১ টাকা; এখন তাদের আয় হলো ৭৩৩ টাকা।’

নজরুল ইসলাম খান বলেন, ‘বিআইডিএস তার রিপোর্টে বলছে, গত কয়েক মাসে এক কোটি ৬৪ লাখ মানুষ নতুন করে গরিব হয়ে গেছে। আগে তো গরিব ছিলোই। এডিবি তার রিপোর্টে হিসাব করে বের করেছে, এশিয়ার ৩০টি দেশের মধ্যে সুখের হিসাবে বাংলাদেশের স্থান হলো ২৬তম। অর্থাৎ আমাদের চেয়ে কষ্টে আছে আর মাত্র চারটা দেশ। এত কষ্টে আছে বাংলাদেশের মানুষ। দি ইকোনোমিস্ট তাদের রিপোর্টে বলেছে, ১২৫টা দেশের মধ্যে তারা গবেষণা করেছে। সেখানে তারা ৪৩টা দেশ পেয়েছে যেখানে প্রবৃদ্ধির হার বেশি কিন্তু সুখের হার কম। বাংলাদেশ তার মধ্যে একটা।’

সিলেটে এমসি কলেজে নববধূ ধর্ষিত হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, ‘এমসি কলেজের অধ্যক্ষ সাংবাদিকদের বলেছেন, আমি অসহায়। আপনি অসহায় হতে পারেন, কিন্তু যাদের সামর্থ্য আছে, সাহস আছে তারা তো নামতে পারে ময়দানে। আর যদি তারাও না নামে। তাহলে সবসময়, ’৬৯-এর গণঅভ্যুত্থানের সময় যারা মাঠে নামেছে, ’৭১-এর মুক্তিযুদ্ধের সময় যারা মাঠে নেমেছে, ’৯০-এর গণঅভ্যুত্থানের সময়ে যারা মাঠে নেমেছে, জনগণ মাঠে নামবে, নামবেই। এটাই বাস্তবতা, এটাই বারবার প্রমাণিত।’