দেশে মা-বোনদের নিরাপত্তা নেই : আফরোজা আব্বাস
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/12/lakshmipur-mohila-dol-pic.jpg)
‘দেশে এখন আইনের শাসন নেই। মা-বোনদের নিরাপত্তা নেই। নারীদের শ্লীলতাহানি করা হচ্ছে। আজকে খালেদা জিয়াকে সরকার তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার একমাত্র কারণ, তাঁকে সরকার ভয় পায়। তিনি মুক্তি পেলে সরকারের গদি ঠিক থাকবে না’ বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ বুধবার সকালে আফরোজা আব্বাস এ মন্তব্য করেন। শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবউদ্দিন সাবুর বাসভবন প্রাঙ্গণে এ সম্মেলন আয়োজন করা হয়।
জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সদস্য সচিব সাহাবউদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।