দেশে ৩০২ চিকিৎসক করোনায় আক্রান্ত : এফডিএসআর
বাংলাদেশে করোনাভাইরাসে ৩০২ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর)। সংগঠনটির বার্তা সম্পাদক ডা. শাহেদ ইমরান প্রেরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন ও যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সারা দেশে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৩০২ জন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, অনেক চিকিৎসা প্রতিষ্ঠান লকডাউন হয়ে যাচ্ছে। এভাবে চিকিৎসক আক্রান্ত ও প্রতিষ্ঠান লকডাউন হতে থাকলে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মধ্যে পড়বে।’
এ অবস্থায় বৈশ্বিক এ মহামারির ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাসহ যাবতীয় বিষয় গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা না হলে, সারাদেশের স্বাস্থ্য খাতে চরম বিপর্যয় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সংগঠনটির নেতারা।