দেড় কেজি হেরোইন, দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের বিরলে বাড়ির আঙিনায় পাঁচ ফুট মাঠি খুঁড়ে দেড় কেজি হোরোইন ও দেশীয় অস্ত্র উদ্ধার করে জব্দসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ান (র্যাব)-১৩। আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে হোরোইন ও দেশীয় অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
উপজেলার দামাইল ঝলঝলি গ্রাম থেকে এই হেরোইন, অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার করা তিন যুবক হলেন দিনাজপুর শহরের পাকপাহাড়পুর মহল্লার ফাহিমুর রহমান ফান্টু (২০) ও খানসামা উপজেলার রামনগর গ্রামের মো. সোহেল রানা (২৫) ও মো. মাহীন কবির (২২)।
তিন যুবক সম্পর্কে একে অপরের মামাতো-ফুপাতো ভাই। যে বাড়ি থেকে হেরোইন ও অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তার মূল হোতা ফাহিমুর রহমান ফান্টুর মা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছেন।
র্যাব-১৩ জানায়, তাদের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিতে মাদক ব্যবসায়ী ফাতেমা বেগমের গ্রামের বাড়ি বিরল উপজেলার দামাইল ঝলঝলি গ্রামে এ অভিযান পরিচালনা করে।