দ্রব্যমূল্য নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে : স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জে সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। ছবি : এনটিভি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, ‘ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনীতির অবস্থা খারাপ হয়েছে। সে কারণে সব দে‌শেই তেলের ও খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও তার প্রভাব প‌ড়ে‌ছে। আমরা জানি দেশের মানুষের কষ্ট হ‌চ্ছে। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। জিনিসের দাম বাড়ল যুদ্ধের কারনে, আর বিএনপি প্রচার করছে আওয়ামী লীগের জন্য বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।’

আজ সন্ধ্যায় সাটুরিয়া সরকারি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘সরকার সফলভাবে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশে সবচেয়ে কম মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা ক‌রে‌ছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট গোলাম ম‌হিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট আব্দুস সালাম,

সহ-সভাপ‌তি অ্যাডভোকেট আব্দুল মজিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল, সাংগঠ‌নিক সম্পাদক সু‌দেব সাহাসহ আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীরা।