দ্রব্যমূল্য বাড়ায় সারা বিশ্ব কষ্টে রয়েছে : পরিকল্পনামন্ত্রী

Looks like you've blocked notifications!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি : এনটিভি

শুধু বাংলাদেশ নয়, দ্রব্যমূল্য বাড়ায় সারা বিশ্ব কষ্টে রয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

এ সময় পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘আজীবন দ্রব্যমূল্য বাড়তেই থাকবে। তবুও সরকার দেশের মানুষের কথা চিন্তা করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করে সরকারের সুনাম নষ্ট করছে।’

আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জাবি উপাচার্য (রুটিন দায়িত্ব) নুরুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।