ধর্ষকের পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই: তোফায়েল
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সাংসদ (এমপি) মুজিবুল হক চুন্নু। আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদে তিনি ওই দাবি জানান। তাঁর বক্তব্য সমর্থন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জ্যেষ্ঠ সাংসদ তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘ধর্ষকের পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই।’
সংসদে পয়েন্ট অব অর্ডারে জাতীয় পার্টির এমপি মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমি সরকারের কাছে আকুল আবেদন জানাব, যে হারে ধর্ষণের সংখ্যা বেড়েছে, এখন ধর্ষণ করলে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, আমার মনে হয় যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে এই ধর্ষণ কমানো যাবে না। আমার মনে হয় সময় এসেছে এ বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করার। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে ধর্ষণের দায় যদি প্রমাণ হয় তবে তার (ধর্ষক) সাজা যাবজ্জীবন কারাদণ্ড না দিয়ে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হোক।’
আওয়ামী লীগের এমপি ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীকে ধর্ষণ করেছে, একটি কারখানার শ্রমিককে ধর্ষণ করেছে, একের পর এক ধর্ষণ হচ্ছে। এটা হতে পারে না। ভারতে একজন ডাক্তার মেয়ে বাস থেকে নামার পর চারজন তাকে গণধর্ষণ করেছে। দুই তিন পর তাদের ক্রসফায়ার দিয়ে হত্যা করা হয়েছে। সে ঘটনার পর ভারতে আর কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে এক হলো কঠোর আইন করা, আর দ্বিতীয়ত তার (ধর্ষক) আর এ পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই।’