ধর্ষণের পর শিক্ষার্থীকে হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!
ধর্ষণের পর শিক্ষার্থীকে হত্যা, ৪ জনের মৃত্যুদণ্ড ও এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড । ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড ও এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রবিউল, শুক্কুর আলী, কামরুল হাসান, আলী আকবর ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ডলি বেগম এবং খালাস পেয়েছেন নাসরিন বেগম। তাঁদের মধ্যে রবিউল ও ডলি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন বলেন, ‘২০০৫ সালে ফতুল্লার বক্তাবলি ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রামের ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে রাখে। এ ঘটনায় বাবা আক্তার হোসেন বাদী হয়ে ছয় জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। পরে দুই আসামি কামরুল ও রবিউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।’ 

আইনজীবী রকিব উদ্দিন বলেন, ‘হত্যা মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২৯ জনের মধ্যে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।’