ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে

Looks like you've blocked notifications!
দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ধর্ষণ মামলায় অভিযুক্ত পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন। ছবি : সংগৃহীত

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক নারীর করা ধর্ষণ মামলায় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ও্ই ইউপি সদস্যের নাম আনোয়ার হোসেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানা এলাকায় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তারকৃত ইউপি সদস্য আনোয়ার লোহাগাড়ার পদুয়া আলীপাড়ার বাসিন্দা। তিনি পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, গতকাল ওই নারী পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘চট্টগ্রাম শহরে ভিকটিমের লোকজন অভিযুক্ত আনোয়ারকে আটক করে চাদগাঁও থানায় সোপর্দ করে। পরে আমি ফোর্স পাঠিয়ে আমাদের থানা হেফাজতে নিয়ে আসি। তাঁকে আজ বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে আলোচিত এ ঘটনায় বারবার নিজেকে নির্দোষ দাবি করে ভিডিও বার্তা দিয়েছিলেন ওই ইউপি সদস্য।’