ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন সাবেক এমপি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/29/aarju-empi.jpg)
ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন আওয়ামী লীগ দলীয় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু ওরফে ফারুক। আজ বুধবার (২৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহার এই আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি আলী আজগর স্বপন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ অভিযোগ গঠনের জন্য দিন নির্ধারিত ছিল। বাদী বিচারকের কাছে আসামিকে আপসে অব্যাহতি দিলে কোনো আপত্তি থাকবে না বলে জানায়। এ সময় বিচারক আসামি আরজুকে অব্যাহতির আদেশ দেন।’
নথি থেকে জানা গেছে, নিজের নাম-পরিচয় পরিবর্তন করে তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে ও প্রতারণার ঘটনায় ফারুকের বিরুদ্ধে এ মামলা করা হয়। গত বছরের ২২ এপ্রিল শিক্ষানবিশ এক আইনজীবীর মাধ্যমে মামলাটি করেন ওই নারী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্তের আদেশ দেন। তদন্তের পর ঢাকা মহানগর উত্তর পিবিআইর পরিদর্শক সাব্বির মোহাম্মদ সেলিম ট্রাইব্যুনালে গত ৫ জানুয়ারি অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।
গত ২২ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আরজু। ওইদিন তার জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে চলতি মাসের ১৩ তারিখে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক বেগম সামছুন্নাহার আপস শর্তে জামিন মঞ্জুর করেন।