ধানের বস্তায় ফেনসিডিল, আটক ২

Looks like you've blocked notifications!

একটি মিনিট্রাক। তাতে ২২ বস্তা ধান। ওই বস্তাগুলোর ভেতরে লুকিয়ে এক হাজার ৯৮৫ বোতল ফেনসিডিল ঢাকায় এনেছিল একটি মাদক চোরাচালান চক্র। এই খবর পৌঁছে যায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৪) কাছে।

পৌঁছানো ওই খবরের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটকসহ ধানের বস্তায় থাকা ফেনসিডিলগুলো জব্দ করেছে র‍্যাব।

বিষয়টি এনটিভি অনলাইনকে আজ শুক্রবার জানিয়েছেন র‍্যাব-৪-এর অপারেশন অফিসার জিয়াউর রহমান। তিনি বলেন, ‘একই প্রক্রিয়ায় চক্তটি এর আগেও একাধিকবার ফেনিসিডিল নিয়ে এসেছে ঢাকায়।’

জিয়াউর রহমান বলেন, ‘শুধু ঢাকা নয়, অবৈধভাবে বাংলাদেশে আসা ফেনসিডিল দেশের বিভিন্ন অঞ্চলে চক্রটি অভিনব কায়দায় পৌঁছে দেয়। তারপর সেগুলো পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।’

অপারেশন অফিসার বলেন, ‘টাঙ্গাইলের আফাজ উদ্দিন (৩৩) ও জামালপুরের রুবেল মিয়াকে (২৭) আটক করা হয়েছে। তারা দুজনই স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজের সঙ্গে যুক্ত। সে সময় মিনিট্রাকটিও জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।’