ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

Looks like you've blocked notifications!
ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন স্থানীয় উদীচী গার্মেন্টসের শ্রমিকেরা। ছবি : এনটিভি

ধামরাইয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় উদীচী গার্মেন্টসের শ্রমিকেরা। ধামরাইয়ের জয়পুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অবরোধ শুরু করেন তাঁরা। অবরোধের মুখে সড়কের দুই পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন।

শ্রমিকদের দাবি, মালিকপক্ষ তাঁদের দিয়ে কাজ করিয়ে বেতন পরিশোধ করছেন না। দুই মাসের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কারখানায় গিয়ে এর কোনো আলামত না পেয়ে সড়কে নেমে আসেন তাঁরা।

খোদেজা আক্তার নামের এক শ্রমিক জানান, বেতন না পেয়ে তাঁরা মানবেতর জীবনযাপন করছেন। এখন পেট চালানোই তাঁদের দায় হয়ে পড়েছে।

এদিকে, অবরোধের মুখে সড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ায় ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।