নওগাঁয় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/03/13/nogaan-mrtyudnndd.jpg)
নওগাঁয় স্ত্রী শামীমাকে হত্যার দায়ে গতকাল রোববার স্বামী ফরিদকে মৃত্যুদণ্ড দেন আদালত। ছবি : এনটিভি
নওগাঁয় গৃহবধূ শামীমা আক্তারকে হত্যার দায়ে তার স্বামী ফরিদুল রেজা ফরিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল রোববার (১২ মার্চ) নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরিদুল রেজা ফরিদ নওগাঁ সদর উপজেলার আতিথা সাকিন গ্রামের বাসিন্দা। রায় প্রদানের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহেল বাকী।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার আতিথা সাকিন এলাকায় ফরিদুল রেজা ফরিদ তার স্ত্রী শামীমা আক্তারকে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় শামীমার ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে নওগাঁ সদর থানায় ফরিদকে আসামি করে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল আসামিকে মৃত্যুদণ্ড দেন আদালত।