নওগাঁয় ইউএনও-চেয়ারম্যানসহ ৮৮ জনের করোনা শনাক্ত

Looks like you've blocked notifications!

নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী ও সাপাহার উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান হোসেনসহ নতুন করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সকালে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর ই মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, 'গত ২২ থেকে ২৮ জুন পর্যন্ত জেলায় সংগৃহীত মোট ৭২০টি নমুনার ফল পাওয়া গেছে। এর মধ্যে ৯৩টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বগুড়া জেলার তিনজন এবং দ্বিতীয়বার পরীক্ষায় আবারও দুজনের করোনা পজিটিভ এসেছে। এ ছাড়া জেলায় নতুন করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৩৭ জন, বদলগাছীতে আটজন, পত্নীতলায় দুজন, মহাদেবপুরে ছয়জন, পোরশায় পাঁচজন, সাপাহারে আটজন, ধামইরহাটে ১২ জন, মান্দায় পাঁচজন এবং নিয়ামতপুর উপজেলায় পাঁচজন।'

সিভিল সার্জন আরো বলেন, 'জেলায় গত ২৪ ঘণ্টায় নওগাঁ পৌরসভার মেয়র মো. নজমুল হক সনিসহ আরো ২২ জন করোনামুক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৫৪০ জন। মোট সুস্থ হয়েছে ৩০৬ জন। মারা গেছে এ পর্যন্ত ছয়জন।'

করোনা শনাক্তের পরিমাণ বাড়লেও জেলায় অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না। এতে করে দ্রুত এ মহামারি ছড়িয়ে পড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৫৪ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছে এক হাজার ৬৯৩ জন। এদের মধ্যে সাতজন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছে।