নওগাঁয় জেলা প্রশাসনের কম্বল বিতরণ শুরু

Looks like you've blocked notifications!
নওগাঁর সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়ন পরিষদে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক হারুন অর রশিদ। ছবি : এনটিভি

নওগাঁয় শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ছিন্নমূল, অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ শুরু করেছে নওগাঁ জেলা প্রশাসন। আজ শনিবার রাতে জেলাজুড়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়ন পরিষদে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন।

এ সময় নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন, কীর্তিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতোয়ার রহমান, ইউনিয়ন পরিষদের সচিব মাসুমা খাতুন মিথিসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪৬০ জন নারী-পুরুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত সরকারি ৪৬০টি করে কম্বল জেলা প্রশাসনের মাধ্যমে নওগাঁ জেলার তিনটি পৌরসভা ও ৯৯টি ইউনিয়নে বিতরণ শুরু করা হয়েছে। প্রথম পর্যায়ে বরাদ্দকৃত ৪৬ হাজার ৯২০টি কম্বল বিতরণ করা হবে।