নওগাঁয় বিএনপির তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Looks like you've blocked notifications!
নওগাঁয় জেলা তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। ছবি : এনটিভি

নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র মো. নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং পৌর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

আজ শনিবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান এক লিখিত বক্তব্যে বলেন, ‘গত ৩০ মার্চ বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালায়। পরে পুলিশ বিএনপির নেতাকর্মীদের নামে দুইটি পৃথক মামলা করে। সেই মামলায় বিএনপির ৫৭ জনসহ অজ্ঞাত আরও নেতাকর্মীদের নামে মামলা করা হয়। সেই মামলায় গ্রেপ্তারকৃতরা উচ্চ আদালত থেকে জামিনে থাকা সত্ত্বেও গত ১৬ সেপ্টেম্বর সেই মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে ওই তিন নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যা একটি অন্যায় ও অবিচার।’

লিখিত বক্তব্যে হাফিজুর রহমান আরও বলেন, ‘বিএনপির ওই তিন নেতাকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আগামী সাত দিনের মধ্যে গ্রেপ্তারকৃত এই তিন নেতার মুক্তি না দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাসির উদ্দিন ও অ্যাডভোকেট এজেএম রফিকুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক নান্নু, মোস্তাফিজুর রহমান, মামুনুর রহমান রিপন, শফিউল আজম রানা, সারোয়ার কামাল চঞ্চলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।