নওগাঁয় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা-ছেলে নিহত

Looks like you've blocked notifications!
নওগাঁর নিয়ামতপুর থানা। ছবি : সংগৃহীত

নওগাঁর নিয়ামতপুর উপজেলার পানিশাইল মোড়ে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নিয়ামতপুর-ধানসুরা সড়কের পানিশাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আবুল কালাম আজাদ (৫০) ও তাঁর ছেলে সাহাদত হোসেন (২৩) নিহত হয়েছেন। তাঁরা উপজেলার ঝলঝলিয়া গ্রামের বাসিন্দা।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. হুমায়ন কবির জানান, আজ দুপুরের দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে তিনজন উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে পানিশাইল মোড় পৌঁছালে সামনে থেকে দ্রুতগামী একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এরপর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম আজাদ (৫০) নিহত হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় আজাদের ছেলে সাহাদত হোসেন (২৩) ও অপর আরোহী সোহান আলীকে (২৫) উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান সাহাদত হোসেন (২৩)। সোহান আলী বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মো. হুমায়ন কবির আরো জানান, ওই বাবা-ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।