নওগাঁয় সম্পত্তি ফেরতের দাবিতে মানববন্ধন

Looks like you've blocked notifications!
নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর এলাকায় জমি ফেরতের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। ছবি : এনটিভি

নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর এলাকায় প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটির বিরুদ্ধে জোরপূর্বক ব্যক্তি মালিকানাধীন ও সরকারি জমি দখলে রাখার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা ভূমি অফিস থেকে পাঠনো নোটিশও অগ্রাহ্য করেছেন তিনি। এমন সব অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। আজ রোববার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার উপজেলার কাশিমপুর মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনের প্রয়াত সংসদ সদস্য ইসরাফিল আলম ২০১৫ সালে রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কাশিমপুর রাজবাড়ী এলাকায় ১০ বিঘা খাস সম্পত্তি ও ২৫টি পরিবারের ব্যক্তি মালিকানাধীন প্রায় ৩০ বিঘা সম্পত্তি জবরদখল করে নেন। এরপর দখল করা সম্পত্তির চারদিকে ইটের প্রাচীর ঘিরে সেখানে পল্লীশ্রী সমন্বিত কৃষি প্রদর্শনী খামার গড়ে তোলেন। পরে সেখানে বেশ কিছু স্থাপনাও গড়ে তোলা হয়।

ভুক্তভোগী ব্যক্তিরা জমি ফেরত চেয়ে প্রতিবাদ ও মামলা করলে তাদের নানাভাবে অত্যাচার-নির্যাতন করা হয়। বিতর্কিত ওই সব সম্পত্তি দখলে রাখা অবস্থায় ২০২০ সালে সংসদ সদস্য ইসরাফিল আলম মারা গেলে তাঁর স্ত্রী ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সাবেক সদস্য সুলতানা পারভীন (বিউটি) জমি দেখভাল শুরু করেন। দখল করা সম্পত্তি ছেড়ে দেওয়ার জন্য বিউটিকে ২০২১ সালের ২৫ নভেম্বর উপজেলা ভূমি অফিস থেকে নোটিশ পাঠানো হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে সম্পত্তির দখল ছেড়ে দিতে বলা হয়। এরপর দীর্ঘ প্রায় ১৪ মাস পেরিয়ে গেলেও সেসব স্থাপনা অপসারণ ও জায়গার দখল ছেড়ে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে প্রশাসনও কোনো উদ্যোগ গ্রহণ করেনি।

ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, সম্পত্তি উদ্ধারের জন্য প্রশাসন ও রাজনৈতিক মহলে দিনের পর দিন অভিযোগ করে এবং ধরনা দিয়েও তারা কোনো প্রতিকার পাচ্ছে না। সবাই শুধু সময়ক্ষেপণ করেছে। বর্তমানে ভুক্তভোগী পরিবারগুলো তাদের জমি হারিয়ে কষ্টে জীবনযাপন করছে। দ্রুত জবরদখলে রাখা সম্পত্তি ভুক্তভোগী পরিবারকে ফিরিয়ে দেওয়ার জন্য এবং ন্যায়বিচারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তারা।

কাশিমপুর গ্রামের বাসিন্দা ও কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সুফিয়া বিবি, ইয়াদ আলী, আব্দুস সাত্তার, এবাদুল ইসলাম, ইদন আলী, আজিজার রহমান প্রমুখ।

মানববন্ধনে সাদেকুল ইসলাম বলেন, ‘২০১৫ সালে সাবেক সংসদ সদস্য ইসরাফিল আলম তাঁর ব্যক্তি মালিকানাধীন নয় বিঘা সম্পত্তি দখল করে নেন। ওই সময় দখল করা সম্পত্তি ছেড়ে দিতে বললে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাঁর ওপর হামলা করে নির্যাতন করেন তিনি। এ বিষয়ে আদালতে মামলাও চলমান রয়েছে।’

ভুক্তভোগী সুফিয়া কামাল বলেন, ‘সেই সময় ইসরাফিল আলমের লোকজন আমার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জোর করে সাড়ে চার বিঘা ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি লিখে নেয়। সাড়ে চার বিঘা সম্পত্তি লিখে দেওয়ার বদলে আমরা একটা টাকাও পাইনি। ওই সম্পত্তিই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এখন কঠিন দুঃখ-কষ্টে আমাদের দিন কাটছে। প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের যেন সেই সম্পত্তি ফেরত দেওয়া হয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে বিউটি বলেন, ‘সম্প্রতি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের উপস্থিতিতে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিলটন রায় দুই পক্ষকে নিয়ে বসেছিলেন। সেখানে সবকিছু মিটমাট হয়ে গেছে। বিভিন্ন ঝামেলার কারণে যাদের জমি রেজিস্ট্রি করা হয়নি, সেগুলোর বর্তমান একটা দাম নির্ধারণ করে দেওয়া হয় এবং সেই দামে আমরা জমিগুলো কিনে নিতে চেয়েছিলাম। যাঁরা অভিযোগকারী ছিলেন, তাঁরাও বিষয়টি মেনে নিয়েছিলেন। কিন্তু এখন কেন আবার আন্দোলন করছে বুঝলাম না। আর সরকারি সম্পত্তি সেখানে যেগুলা আছে সেগুলো আমাদের লিজ নেওয়া সম্পত্তি।‘

বিউটি পাল্টা অভিযোগ করে বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে কিছু লোক মানববন্ধন করেছে। এটা একটা চক্রান্ত।’

এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, ‘কাশিমপুরে জমি নিয়ে দুপক্ষের মধ্যকার বিরোধ দীর্ঘদিন ধরে চলছে। এর আগে ভুক্তভোগীরা একটা অভিযোগ করলে খাদ্যমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিলটন রায় স্যার দুই পক্ষকে নিয়ে বসেছিলেন। তখন একটা সমঝোতা হওয়ার কথা শুনেছিলাম। তার পরও আবার কেন অভিযোগ উঠছে বুঝতে পারছি না। আর এ বিষয়ে সম্প্রতি কেউ আমাদের কাছে কোনো অভিযোগও করেনি।’