নওগাঁয় হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর কারাদণ্ড

Looks like you've blocked notifications!
নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ছবি : এনটিভি

নওগাঁর আত্রাই উপজেলার জাহাঙ্গীর প্রামাণিক হত্যা মামলায় রায়ে রেজাউল নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় ওই ব্যক্তির স্ত্রী লাকি বেগমকে তিন মাসের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন। দণ্ড রেজাউল প্রামাণিক ও স্ত্রী লাকি বেগম আত্রাই উপজেলার কচুয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। 

মামলার নথি সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ৫ মার্চ রাতে ওই গ্রামের জাহাঙ্গীর প্রামাণিককে গভীর নলকূপ ঘর পাহারা দেওয়ার সময় গলা কেটে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর প্রামাণিকের সঙ্গে রেজাউল প্রামাণিকের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে একাধিকবার কথা কাটাকাটিও হয়। জাহাঙ্গীর হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সাথী বাদী হয়ে রেজাউল প্রামাণিকসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আত্রাই থানায় মামলা করেন। তদন্তের পর আত্রাই থানার পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ খান ২০১৪ সালের ৩০ এপ্রিল রেজাউল করিম ও তাঁর স্ত্রী লাকি বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দেন। দীর্ঘদিনের শুনানি শেষে আজ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় দেন। আসামিদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট সামছুর রহমান ও আসামি পক্ষে এইচএম জাহাঙ্গীর আলম।