নওগাঁ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের তাক লাগানো রেজাল্ট
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে তৃতীয় ব্যাচের এমবিবিএস পরীক্ষার ফলাফলে তাক লাগিয়ে দিয়েছে নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মে ২০২২ পরীক্ষায় ২৪টি মেডিকেল কলেজ থেকে ২২৫১ জন শিক্ষার্থী অংশ নেন। তার মধ্যে কৃতকার্য হয়েছেন ১৮৪৪ জন৷ পাসের হার ৮১ দশমিক ৯২ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নওগাঁ মেডিকেল কলেজ থেকে ৪৬ জন শিক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৩ জন৷ এই কলেজে পাসের হার ৯৩ দশমিক ৪৭ শতাংশ। রেজাল্টে প্রতিষ্ঠানগুলোর মধ্যে নওগাঁ মেডিকেল কলেজের অবস্থান দ্বিতীয়।
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান নম্বর পেয়েছে মোট ৫ জন৷ এর মধ্যে নওগাঁ মেডিকেল কলেজ থেকেই পেয়েছে ২ জন৷ লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ৮৫ শতাংশ নম্বর পেলে অনার্স বা সম্মান নম্বর হিসেবে স্বীকৃত হয়।
মাইক্রোবায়োলজিতে অনার্স নম্বরপ্রাপ্ত সামান্তা ইসলাম ও আফিফা সাফায়েত উভয়েই নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষাদান পদ্ধতি, নিয়মিত ক্লাস এবং শিক্ষকদের আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।
নওগাঁ মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন ফ্যাকাল্টি ও হরমোন রোগ বিশেষজ্ঞ ডা. মো. আবু জার গাফফার বলেন, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের এই সাফল্য অর্জন হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। সাফল্যের জন্য প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল বারী ও বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বুলবুল হাসানের সঠিক দিক নির্দেশনার প্রশংসা করেন।
মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও একাডেমিক কোঅর্ডিনেটর ডা. মীর্জা মুহম্মদ ওয়াসী পারভেজ এই অসামান্য সাফল্যের ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
কলেজটির বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বুলবুল হাসান শিক্ষার্থীদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামোগত কিছু অপ্রতুলতাকে জয় করতে শিক্ষক ও শিক্ষার্থীরা যেভাবে সমন্বিতভাবে নিরলস পরিশ্রম করে চলেছে, তা সত্যিই গর্ব করার মতো।