নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নটর ডেম কলেজের সাবেক অধ্যক্ষ ও নটর ডেম বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ফাদার যোসেফ এস পিশোতোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য ফাদার পিশোতো জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ফাদার যোসেফ এস পিশোতো গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
গণমাধ্যম সূত্রে জানা যায়, ফাদার পিশোতো গত ডিসেম্বরে করোনায় আক্রান্ত হন এবং স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সুস্থ হওয়ার পর তিনি নিজের বাসস্থানে ফিরেছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তাঁর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে চিকিৎসক গিয়ে ফাদার পিশোতোকে মৃত ঘোষণা করেন।