নতুন জনপ্রশাসন সচিব আলী আজম, শিল্প সচিব জাকিয়া সুলতানা
শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) বেগম জাকিয়া সুলতানাকে শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
অন্যদিকে, পদোন্নতি পেয়ে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব) হয়েছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সত্যজিত কর্মকার।
এ ছাড়া পদোন্নতি পেয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মশিউর রহমান। তাঁকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের (সচিব) দায়িত্ব দেওয়া হয়েছে।