‘নতুন প্রজন্মের ক্রিকেটারদের থেকে হবে আগামী দিনের খেলোয়াড়’

Looks like you've blocked notifications!
কিশোরগঞ্জের ভৈরবে শুক্রবার শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম ও শহীদ আইভি রহমান ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ছবি : এনটিভি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আগামী বিশ্বকাপ লড়াইয়ের জন্য এই নতুন প্রজন্মের নতুন ক্রিকেটারদের মধ্যে থেকে তৈরি হবে যোগ্য খেলোয়াড়। এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট থেকেই তৈরি হবে আগামীর স্বপ্ন জয়ের কারিগর। তাই স্থানীয়ভাবে দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনকে সাধুবাদ জানাই।’

কিশোরগঞ্জের ভৈরবে শুক্রবার শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম ও শহীদ আইভি রহমান ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের পর বিসিবি সভাপতি এ কথা বলেন। এ সময় তিনি বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এক প্রীতিম্যাচও উপভোগ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বলেন, ‘দেশের জন্য এত বড় সম্মান আর কেউ অর্জন করে নিয়ে আসতে পারেনি, যা অনূর্ধ্ব ক্রিকেট দলের টাইগারা অর্জন করেছে।’

উদ্বোধন শেষে স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে অনূর্ধ্ব ১৯ বাংলাদেশ ক্রিকেট দলের ছয় তারকা খেলোয়াড়ের অংশগ্রহণে লাল দল ও সবুজ দলের মধ্যকার একটি প্রীতি টিকেট ম্যাচ উপভোগ করেন পাপন। ১০ ওভারের খেলাটি ড্র হয়। প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলেন বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী, ব্যাটসম্যান অভিষেক দাস, শরীফুল ইসলাম, সাকিব, পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া, পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুসহ স্থানীয় নেতারা।