নদীর ভাঙনরোধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

Looks like you've blocked notifications!
কালিগঙ্গা নদীর ভাঙন থেকে মানিকগঞ্জ সদর উপজেলার বেংরই গ্রামকে রক্ষার দাবিতে মানববন্ধনে গ্রামবাসী। ছবি : এনটিভি

কালিগঙ্গা নদীর ভাঙন থেকে মানিকগঞ্জ সদর উপজেলার বেংরই গ্রামকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। আজ শুক্রবার সকালে কালিগঙ্গা নদীর পাড়ে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেয় নদী ভাঙনের শিকার শত শত মানুষ।

মানববন্ধন চলাকালে স্থানীয়রা বলেন, প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে বসতবাড়ি, মসজিদ-মাদরাসা ও হাটবাজারসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদীর ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি কামনা করেছেন তারা।

এ সময় জেলা প্রশাসক এসএম ফেরদৌস জানান, তিনি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং পানি উন্নয়ন বোর্ডকে ভাঙনরোধে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

আগামী শুষ্ক মৌসুমে ভাঙরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসককে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।