নদী-খালের পানি ব্যবহারেই ঝালকাঠিতে ডায়রিয়ার প্রকোপ
৭৪ শতাংশ মানুষ নদী ও খালের পানি ব্যবহার করায় ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি প্রতিনিধিদল এ তথ্য জানিয়েছে।
প্রতিনিধিদলটি গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ডায়রিয়ার রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের মল, খালের পানি ও বিভিন্ন উৎসের নমুনা সংগ্রহ করেন।
ঝালকাঠি জেলায় এক সপ্তাহ ধরে ডায়রিয়ার যে ভয়াবহতা শুরু হয়েছিল, তা কিছুটা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আজ শুক্রবারও সদর হাসপাতাল ও তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, প্রচণ্ড গরম, নদীর পানি নোনা, খালের পানিতে মলের জীবাণু, খাবারে বিষক্রিয়া ও অনাবৃষ্টির কারণে ঝালকাঠিতে বেড়েছে ডায়রিয়া। গত ১৫ দিন ধরে হাসপাতালগুলোতে এ রোগে আক্রান্ত তিন হাজারেরও বেশি রোগী ভর্তি ছিল। করোনার প্রাদুর্ভাবের মধ্যে ডায়রিয়ার প্রকোপে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টির হয়েছে।
ঝালকাঠি সদর হাসপাতাল, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক রোগী ভর্তি ছিল। দুদিন ধরে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তবে এখনও পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলেও জানান তিনি। হাসপাতালগুলোতে শয্যা সংকটের কারণে এখনও রোগীরা বারান্দায় চিকিৎসা নিচ্ছে।