নদ-নদীর পানি কমছে

Looks like you've blocked notifications!
বন্যার পানি কমে গেলেও এখনো কয়েকটি এলাকায় রাস্তাঘাটের পানি পুরোপুরি নামেনি। চলাচল করার জন্য মানুষের একমাত্র ভরসা নৌকা বা কলাগাছের ভেলা। ছবিটি আজ রোববার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়ন থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা

দেশের বিভিন্ন নদ-নদীর পানি কমছে। আগামী কয়েকদিনে পানি আরো কমতে পারে বলে সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।

আজ  রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক পূর্বাভাসে জানিয়েছে, ‘ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা  আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া, গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।’

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পূর্বাঞ্চলের আপার-মেঘনা অববাহিকার প্রধান নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকার আশপাশে নদীগুলোর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, ঢাকা ও নারায়ণগঞ্জের জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এ ছাড়া, আগামী ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলগুলোর বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।