নবজাতক চুরির অভিযোগে নানিসহ তিনজন গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় এক নবজাতককে চুরি করে অন্যের কাছে বিক্রির অভিযোগে নিজের মায়ের বিরুদ্ধে মামলা করেছেন নবজাতকের মা তানিয়া বেগম। এই ঘটনায় নবজাতকটির নানিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার মোখলেছুর রহমান জানান, গত ২ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওই নবজাতকের জন্ম হয়। অভাবের কারণে শিশুটির জন্মের আগেই তার মায়ের অজান্তে হারুণ ও মনোয়ারা বেগম দম্পতির কাছে বিক্রির ফন্দি করেন শিশুটির নানি রাবেয়া খাতুন। এ জন্য তিনি শিশুটি গর্ভে থাকা অবস্থায় কয়েক দফায় ৫৭ হাজার টাকা নেন।
গত ২ অক্টোবর শিশুটির জন্ম হলে তাকে চমেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে শিশুটির নানি রাবেয়া বেগম। পরে কৌশলে তার মেয়ে তানিয়াকে বাড়ি পাঠিয়ে দেন। এরপর ৫ অক্টোবর শিশুটিকে ওই দম্পতির কাছে তুলে দেন।
নবজাতকের মা শিশুটির ব্যাপারে জানতে চাইলে ‘হারিয়ে গেছে’ বলে জানান। এ বিষয়ে নবজাতকের মা পুলিশে অভিযোগ করলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না সেটিও খতিয়ে দেখা হচ্ছে।